ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারকদের নির্মূলে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। এ সময় ২২ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢামেকে যৌথ বাহিনীর অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটে আফরিন জাহান।
ম্যাজিস্ট্রেট জানান, আটককৃতদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে ৩ দিন থেকে ৩ মাস পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। অন্য ৯ জনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দালাল নির্মূল করতে বিভিন্ন সময়ে অভিযান অব্যাহত থাকবে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.