সরকারি চাকরিতে বড় নিয়োগ আসছে, ঘোষণা আজ

সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে ২২ হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ক্যাডার ও নন-ক্যাডার মিলে বড় ধরনের এ নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

তিনি বলেন, নতুন নিয়োগের সবকটি পদই কর্মকর্তা পর্যায়ের। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে নাকি বিশেষ বিসিএস নেওয়া হবে- তা সংবাদ সম্মেলনে জানানো হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৩ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে মোট পদ ১৯ লাখ ১৬ হাজার ৫১৯ টি। এরমধ্যে কর্মকর্তা কর্মচারী আছেন ১৪ লাখ ৪৩ হাজার ৫১৮ জন। চার লাখ ৭৩ হাজার একটি পদ শূন্য রয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.