মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হন, আদানি কেন নন? আসলে মোদিও জড়িত: রাহুল গান্ধী

ভারতের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানিকে দুই হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে আজই গ্রেপ্তার করার কথা বলেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী । তিনি বলেন, আমরা যেটা বলতাম, সেটাই পরিষ্কার হয়ে গেল। আদানি মার্কিন ও ভারতীয়-দুই দেশের আইন ভেঙেছেন। এ দেশে মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হন, আদানি কেন নন? আসলে প্রধানমন্ত্রীও তার সাথে জড়িত। ১০-১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হন, অথচ ২০০০ কোটির দুর্নীতিতে আদানির কিছু হয় না। আজই আদানিকে গ্রেপ্তার করা উচিত।

বৃহস্পতিবার মার্কিন আদালত আদানির বিরুদ্ধে নয়া অভিযোগ তুলতেই ফের সরব হয়েছেন রাহুল গান্ধী। তার অভিযোগ, আদানি যে ২ হাজার কোটি টাকার কেলেঙ্কারি করেছেন, তাতে কোনো তদন্তও হবে না, গ্রেপ্তারিও হবে না। কারণ প্রধানমন্ত্রী মোদি খোদ আদানির সঙ্গে জড়িত।

মোদি সরকার আদানিকে অনৈতিক সুবিধা দিচ্ছে বলে অভিযোগ তুলে রাহুলের প্রশ্ন, আদানি মার্কিন ও ভারতীয়-দুই দেশের আইন ভাঙার পরও কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারছেন?

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে আদানির বিরুদ্ধে লাগাতার অভিযোগ করে আসছেন রাহুল গান্ধী। কয়লা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে সরব হয়েছিলেন রাহুল। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর পথে নেমে আন্দোলন করেছে কংগ্রেস। যদিও তাতে তেমন কিছু ফল হয়নি। এবার মার্কিন আদালতের অভিযোগ প্রকাশ্যে আসতেই বিরোধী দলনেতা সংবাদ সম্মেলন থেকে সরাসরি দেশটির প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন। খবর- পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.