ইসরাইলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালানোর হুমকি দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি ভয়াবহ বিমান হামলার জবাবে ওই আক্রমণ চালানোর হুমকি দিয়ে হিজবুল্লাহ বলেছে, সংগঠনটি দীর্ঘমেয়াদি যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে।
হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বৈরুতে ইসরাইলের সাম্প্রতিক তিনটি হামলার কথা উল্লেখ করেন যার একটিতে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফ নিহত হয়েছেন।
শেখ কাসেম বলেন, ইসরাইলি সেনারা এমন সময় আফিফকে হত্যা করেছে যখন তিনি ছিলেন একজন বেসামরিক গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক দপ্তর এ ধরনের হামলা থেকে মুক্ত থাকবে বলেই যুদ্ধের আইনে বলা আছে।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরাইল আমাদের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে। কাজেই তারা যেন তেল আবিবের কেন্দ্রস্থলে আমাদের আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। আমরা আমাদের রাজধানীতে হামলার প্রতিশোধ না নিয়ে থাকতে পারি না।
যেকোনো সংকট মোকাবিলা করার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে- জানিয়ে শেখ নাঈম কাসেম বলেন, সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতের পর আমরা তার ক্ষতি পুষিয়ে নিতে মাত্র ১০ দিন সময় নিয়েছি। সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতের ক্ষত শুকিয়ে আমরা দীর্ঘমেয়াদি লড়াই করার প্রস্তুতি নিয়েছি এবং ইসরাইলি আগ্রাসন থেকে লেবাননকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।
হিজবুল্লাহর নয়া মহাসচিব বলেন, ইসরাইল আমাদেরকে বশ্যতা ও অপমানের মধ্যে যেকোনো একটি বেছে নেয়ার সুযোগ দিয়েছে। কিন্তু এর কোনোটিই আমরা মেনে নেব না। ইসরাইলের সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ফয়সালা যুদ্ধের ময়দানে হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.