ইসরাইলি পাশবিক হামলায় বিপর্যস্ত লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ করে একটি বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
বার্তায় তিনি লেবাননের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, আমরা আপনাদের থেকে আলাদা নই। আমরা আপনাদের সঙ্গেই রয়েছি। আমরা একই দেহের অংশ। আমরা আপনাদের বেদনা, কষ্ট এবং ক্লেশের অংশীদার। আপনাদের ব্যথা মানে আমাদের ব্যথা, আপনাদের ভোগান্তি মানে আমাদের ভোগান্তি।
সর্বোচ্চ নেতার বার্তাটি ইরানের বিশিষ্ট আলেমে দ্বীন মেইসাম মুতিয়ি লেবাননবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। গাজা ও লেবাননের অসহায় জনগণের জন্য সম্প্রতি ইরানের পক্ষ থেকে একটি সাহায্যের কাফেলা নিয়ে লেবানন সফর করেন মুতিয়ি।
গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্তদের কাছে ইরান জুড়ে জনসাধারণের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা সাহায্যের চালান হস্তান্তর করার ক্যাম্পেইনের নাম দেয়া হয়েছে ‘ইরান-ই-হামদেল’ যার আক্ষরিক অর্থে সহানুভূতিশীল ইরান। মেইসাম মুতিয়ি ‘ইরান-ই-হামদেল’ ক্যাম্পেইনের মাধ্যমে অর্জিত সর্বশেষ সাহায্যের চালান নিয়ে লেবানন সফর করেছেন। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.