আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিবি’র একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) কাকরাইলে কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুনসহ অন্যান্য পরিচালক এবং শেয়ার মালিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, মহাব্যবস্থাপকরা, আইসিবির অন্যান্য সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারাসহ আইসিবি ও সাবসিডিয়ারি কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএস) এর পরিশোধিত মূলধন ৩২৯.৬৫ কোটি টাকা। কোম্পানিটি আলোচ্য অর্থবছরে শেয়ার মালিকদের জন্য ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.