বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে বড় রানের দেখা পাচ্ছেন না বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজটিও ভালো যায়নি বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের। তবে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর বিশ্বাস অস্ট্রেলিয়া সিরিজেই ঘুরে দাঁড়াবেন কোহলি। এর পেছনে যুক্তও রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির পারফরম্যান্স দুর্দান্ত। এখনও পর্যন্ত ১৩ টেস্টে ৫৪.০৮ গড়ে কোহলি করেছেন ১ হাজার ৩৫২ রান। ৪টি হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৬টি সেঞ্চুরিও।
মূলত এই অতীত পারফরম্যান্সের কথা ভেবেই কোহলিকে নিয়ে শাস্ত্রী বলেছেন, ‘রাজা তার রাজ্যে ফিরে এসেছে। তাদের (সংশয়বাদীদের) শুধু এটুকুই বলব আমি। অস্ট্রেলিয়ায় নিজের পারফরম্যান্স দিয়ে যখন কেউ এই তকমা অর্জন করে, এরপর যখন সে ব্যাট করতে নামবে, তখন বিষয়টা তাদের (প্রতিপক্ষের) মাথায় থাকবে।’
২০১১-১২ মৌসুমে ভারতের হয়ে নিজের প্রথম সফরে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই। চার টেস্টে সেবার তার ব্যাট থেকে এসেছিল ৩০০ রান। এরপর ২০১৪-১৫ মৌসুমে কোহলির ব্যাট থেকে আসে ৪ টেস্টে ৮৬.৫০ গড়ে ৬৯২ রান। সেবার অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াতে খেলতে গিয়েই চমক দেখিয়েছিলেন তিনি। কোহলির তৃতীয় সফরটি ছিল ২০১৮-১৯ মৌসুমে। সেবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। পার্থ টেস্টে সেঞ্চুরি করে ভারতের জয়ে বড় অবদানও রেখেছিলেন।
আর ২০২০-২১ মৌসুমেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ভারত। তবে সেবার শুধু একটি টেস্টে খেলেই ভারতে ফিরেছিলেন তিনি। এবারও অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করতে প্রথম তিন ইনিংসে কোহলিকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.