বন্ধ চিনিকলগুলো দ্রুতই চালু করা হবে: শিল্প উপদেষ্টা

দেশে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো চালুর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, দেশের সব চিনিকল বন্ধ হয়ে গিয়েছিল। আমরা চেষ্টা করছি চালু করার। শুধু মিল চালু করলেই হবে না, এরমধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয়টিও আছে। আমরা ১২০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আমরা চেষ্টা করছি বন্ধ চিনিকলগুলো একটা পর একটা চালু করতে।

তিনি আরও বলেন, চিনিকলগুলো চালুর আগে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার জন্য টাস্কফোর্স করা হয়েছে। যার মধ্যে আখ চাষির প্রতিনিধিরাও আছেন। যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ চিনি কলের যে জায়গা রয়েছে, তা মিল চালু করার জন্য সম্ভাবনাময় একটা জায়গায়।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.