এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ

বেসরকারি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি ব্যাংক) চেয়ারম্যান পারভেজ তমাল এবং একজন পরিচালক ও একজন উর্ধতন কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এক চিঠিতে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

অন্য যে দুজনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের একজন হচ্ছেন ব্যাংকটির নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান আদনান ইমাম ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জাফর ইকবাল হাওলাদার।

ব্যবস্থাপনা পরিচালকদের উদ্দেশে চিঠিতে বলা হয়, উল্লিখিত ব্যক্তিদের নামে আপনার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকলে আগামী ৩০ দিন স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।

একইসঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাব খোলার তারিখ থেকে এখন পর্যন্ত লেনদেনের হালনাগাদ বিবরণী আগমী পাঁচদিনের মধ্যে পাঠাতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.