‘চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, প্রতিবাদ জানানো হবে’

চট্টগ্রাম নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর পুলিশ লাইন্সে বরিশালের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চট্রগ্রাম নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে। প্রতিবাদটা পররাষ্ট্র মন্ত্রনালয় পাঠায়। আমরা অবশ্যই তাদের বলবো কড়া একটা প্রটেস্ট লেটার (প্রতিবাদপত্র) তাদের দেওয়ার জন্য। এটা (আপত্তিকর সংবাদ) কোনো অবস্থায় কাম্য নয়।’

সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতীয় গণমাধ্যম প্রতিদিনই আমাদের সম্বন্ধে অপপ্রচার করছে। আপনারা এই ব্যাপারে সব সময় সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট প্রতিদিনই দিয়ে যাচ্ছে। এখন ভারত সত্যি রিপোর্ট দিলেও মনে হবে তারা মিথ্যা দিয়েছে। এজন্য সাংবদিকরা আরও বড় প্রতিবাদ করতে পারে। এ ব্যাপারে সাংবাদিকরা বড় শক্তি।’

হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর–রুনির মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা দেখেছেন ৬ মাসের সময় দেওয়া হয়েছে। টিমও করে দেওয়া হয়েছে। আমার মনে হয় এবার অবশ্যই একটা সুরাহা হবে।’

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের আস্থা সংকটের উন্নতি হয়েছে। আমরা দায়িত্ব নিয়েছি তিন মাস। পুলিশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে জনগণকেও সচেতন করতে হবে। আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে তুলতে হবে। আমাদের বাহিনীর অনেক সমস্যা আছে– এসব সমস্যা কীভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আইনশৃংখলা পরিস্থিতি কীভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে।’

মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশে মাদক বড় একটি সমস্যা। আমরা যারা মাদক বহন করে তাদের শুধু ধরছি, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আমরা হোতাদের ধরার চেষ্টা করছি। এ বিষয়ে সকল বাহিনী কাজ করছে।’

গণঅভ্যুত্থানের পর মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মামলায় অনেক নির্দোষকে আসামি করা হচ্ছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। কেউ যদি এমন মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।’

এর আগে, বরিশাল সফরে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সড়ক পথে দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান তিনি। পরে পুলিশ লাইন্সে গেলে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে আইন–শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.