রোহিত-কোহলিদের ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। সেই সঙ্গে দলটির টপ অর্ডার ব্যাটারদের ফর্মও ভোগাচ্ছে। রোহিত শর্মা সর্বশেষ ১০ ইনিংসে ব্যাট করে মোটে করেছেন ১৩৩ রান। আর বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে ১৯২ রান।

এই ১০ ইনিংসে দুজনের হাফ সেঞ্চুরি মাত্র একটি করে। সামনেই ভারতের অস্ট্রেলিয়া সফর। এই সফরের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা না খেলা। ফলে এই সিরিজে ব্যাট হাতে পারফর্ম করার বিকল্প নেই রোহিত-কোহলিদের সামনে। চেনা ফর্মে ফিরতে কোহলি ও রোহিতকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি।

তিনি বলেন, ‘যখন আপনি টানা দুই ম্যাচে খারাপ করবেন, তখনই চাপ জেঁকে বসতে পারে। বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো খেলোয়াড়কে নতুন পরিকল্পনা করতে হবে। আমি তাদের বলব, অস্ট্রেলিয়ায় খেলতে নামার আগে তোমরা কৌশল নিয়ে কাজ করো, যতটা সম্ভব ক্রিকেট থেকে দূরে থাকো এবং সতেজ হয়ে ওঠো।’

ভারত ঘরের মাঠে প্রায় অপরাজেয় দল হয়ে উঠেছিল টেস্ট ক্রিকেটে। টানা ১৬ বছর তারা ঘরের মাঠে কোনো সিরিজ হারেনি। তাদের সেই ম্যারাথন দৌড় শেষ হয়েছে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে। ব্রেট লি বলেন, ‘এটা কি টি–টোয়েন্টি ইস্যু? ব্যাটসম্যানরা কি বেশি আক্রমণাত্মক ছিল? দক্ষতায় কি কোনো ঘাটতি ছিল? নাকি তারা কিউইদের গুরুত্বসহকারে নেয়নি? আমার তো মনে হয়, এটাই কারণ। `আমরা কিউইদের অনায়াসে ধবলধোলাই করব’—এমনটা ধরে নিয়ে তারা সিরিজ খেলতে নেমেছিল। তারা ভেবেছিল কাজটা খুব সহজ। এর অর্থ কিউইদের অসম্মান করা নয়। আসলে ভারত তাদের মাটিতে খুব শক্তিশালী দল।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.