বাগেরহাটে দুই জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

পৃথক ঘটনায় বাগেরহাটে বিএনপিকর্মী সহ দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামে ও কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে এই দুই ঘটনা ঘটে।

চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে ক্ষীতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, চা দোকানি ক্ষীতিশ গাইনের সঙ্গে একই গ্রামের সকিনুরের জমি নিয়ে বিরোধ ছিল। সকাল ১১টায় এই বিষয়ে সালিশ বৈঠক বসে। সালিশে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়। সব লোকজন চলে যায়। পরে দুপুরের দিকে ক্ষীতিশকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, এদিন সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে শত্রুতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তাকে কারা হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। তিনি বিএনপিকর্মী বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারের জেরে কচুয়ায় একজন এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারীতে একজনকে হত্যা করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্ত করা হবে। হত্যাকারীদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.