বাংলাদেশে হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ঢাকা ওলামা ঐক্য পরিষদ।
বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা ওলামা ঐক্য পরিষদের আয়োজনে ‘ইসকন কর্তৃক যৌথ বাহিনীর ওপর হামলা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসকন নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে যৌথ বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে তিন সেনা সদস্য ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনীর জিপ এবং পিকআপ ভাঙচুর করা হয়েছে। এ ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে ইসকন সদস্যরা জড়িত বলে সংবাদ পাওয়া গেছে। আমরা ঢাকা ওলামা ঐক্য পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসকন কোনও ধর্মীয় সংগঠন নয়। এটি একটি আন্তর্জাতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল। পৃথিবীর বিভিন্ন দেশে ইতোমধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসকন সনাতনদের কোনও ধর্মীয় সংগঠন নয়। আমাদের হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- আপনারা ইসকনের ফাঁদে পা দেবেন না। ইতোমধ্যে বাংলাদেশের জন্য ইসকন হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে তাদের উগ্রপন্থার বিস্তার ঘটাচ্ছে। এসব সন্ত্রাসী সংগঠন দেশ ও জাতির শত্রু, হিন্দু-মুসলমান সব ধর্মের শত্রু। তাই আমরা ঢাকা ওলামা ঐক্য পরিষদ আজ স্পষ্ট ভাষায় বলতে চাই- অতিসত্বর বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ঢাকা ওলামা ঐক্য পরিষদের নেতারা ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.