পুঁজিবাজারে আজকের লেনদেন প্রায় ৪৮০ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ নভেম্বর) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫২টি কোম্পানির, বিপরীতে ১৭৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.