বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা করলেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত ও মধ্যপ্রাচ্যে বিশেষ দূতের নামও আছে। নির্বাচনের প্রচারে তার পাশে যারা দাঁড়িয়েছিলেন ও তাকে সাহায্য করেছেন তাদের অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প।
ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারের দক্ষতা বাড়ানোর জন্য বিভাগের নেতৃত্ব দেবেন ইলন মাস্ক ও বিবেক রামস্বামী। এই বিভাগের উপর সরকারি অপচয় বন্ধ করা এবং প্রশাসনকে আরো দক্ষ করার দায়িত্ব থাকবে।
সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্ক ১০ কোটি ডলারের বেশি অর্থ খচর করেছেন। তিনি নিজেকে ট্রাম্পের একজন প্রধান সহয়োগী হিসাবে তুলে ধরেছেন। তার এক্স হ্যান্ডেলে তিনি ট্রাম্পকে তুলে ধরার কাজ করেছেন।
ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ‘এই দুই চমৎকার আমেরিকানকে সঙ্গে নিয়ে আমার প্রশাসন সরকারি আমলাতান্ত্রিক ব্যবস্থা সহজ করা, বাড়তি নিয়মের বোঝা থেকে মুক্ত হওয়া, অকারণ খরচ বন্ধ করা এবং জাতীয় সংস্থাগুলির পুনর্গঠনের কাজ করবে। মাস্ক ও রামস্বামী দুজনেই সরকারের বাইরে থেকে হোয়াইট হাউসকে পরামর্শ দেয়া ও পথ দেখানোর কাজ করবেন।’
৩৮ বছর বয়সি বিবেক রামস্বামীর বাবা ও মা ভারত থেকে আমেরিকায় যান। বিবেকের জন্ম আমেরিকায়। তিনি নিজের বায়োটেক সংস্থা তৈরি করেছিলেন। ২০২১ সালে সেই সংস্থার সিইও পদ ছেড়ে দেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ইয়েল ল স্কুলে পড়েছেন বিবেক। ২০২৩ সালে ফোর্বস জানিয়েছিল, তিনি ৬৩ কোটি ডলারের মালিক।
সিআইএ-র প্রধান হিসাবে জন রেটক্লিফকে মনোনীত করেছেন ট্রাম্প। তিনি টেক্সাসের সাবেক কংগ্রেস সদস্য। ট্রাম্প যখন আগেরবার প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি কিছুদিন ডিরেক্টর অফ ন্যাশনাল ইনটেলিজেন্স হিসাবে কাজ করেছেন। .
ট্রাম্প বলেছেন, ‘দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থায় জন কীভাবে কাজ করে তা দেখার জন্য আমি মুখিয়ে আছি।’ এছাড়া রক্ষণশীল রিপাবলিকান নেতা মাইক হাকাবিকে ইসরায়েলের রাষ্ট্রদূত করা হয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.