রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মো. মোজাম্মেল হক (৩৫) ও মো. সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)।
বাড্ডা থানা সূত্র জানা গেছে, সেমাবার রাতে কিছু দুষ্কৃতকারী পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আরও কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে।’
থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা ওই স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে বাড্ডা এলাকার বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা বাড্ডা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করতো এবং বাসাবাড়ি ও বিভিন্ন অফিসের মূল্যবান জিনিসপত্রসহ বিল্ডিং নির্মাণ সামগ্রী ডাকাতি করতো।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.