অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাণিজ্যিক গ্যাস লাইন থেকে অবৈধভাবে আবাসিক গ্যাস লাইনের সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। এতে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর স্বর্ণ পট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মিজান, জাহাঙ্গীর আলম, রিপন, সুলতান, শাহজালাল, মো. জয় ও রাজু।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার কাচঁপুরের সোনাপুর এলাকায় বাণিজ্যিক গ্যাস লাইন থেকে অবৈধভাবে আবাসিক সংযোগ নেওয়ার সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণে তারা দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

কাচঁপুর এলাকার হানিফ মিয়া বলেন, যারা কাজ করেছেন তারা তিতাস কর্তৃপক্ষকে জানিয়ে কাজ করেছেন।

এদিকে বার্ন ইউনিটের সূত্র জানিয়েছে, দগ্ধ চারজনকে ভর্তি করা হয়েছে এবং তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।

কাচঁপুর মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেহেতু কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি তাই আমরা ফিরে এসেছি।

তিতাস গ্যাসের সোনারগাঁ অঞ্চলের সুপারভাইজার ফয়েজ আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় লোকজন অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানে হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.