ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফেনী জেলায় ওসমান গণি বাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ব্যাংকটির ভিপি ও পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের বিভাগীয় প্রধান নাজিম আনওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্যাংকের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান ও ইভিপি মোঃ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে এউপশাখা উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শরীয়াহ্ধসঢ়;ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনপদের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। গ্রাহকগণ এই উপশাখা থেকে আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স সেবাসহ সকল ধরনের ইসলামী ব্যাংকিং সুবিধা পাবেন।

এসময় ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক প্রধান শামসুল করিম মজুমদার, লস্করহাট শাখা ব্যবস্থাপক শাকিল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.