আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকির চোটে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই চোটে আফগানদের বিপক্ষে ‘অলিখিত’ ফাইনাল থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক। শান্ত ছিটকে যাওয়ায় সিরিজের শেষ ওয়ানডেতে সফরকারীদের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শান্ত ছিটকে যাওয়ায় সফরকারীদের একাদশে পরিবর্তন অনুমেয়ই ছিল। শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। তাসকিন আহমেদ না থাকায় এদিন ওয়ানডেতে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার।
বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।
বিস্তারিত আসছে…
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.