পুঁজিবাজারে আজকের লেনদেন ৫৭৬ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ নভেম্বর) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৭ দশমিক ৫৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৮টি কোম্পানির, বিপরীতে ১৩৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.