৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

দীর্ঘ ৫৩ ঘণ্টা পর অবরোধ মুক্ত হলো গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বেতন পরিশোধের আশ্বাসের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর দুইটার দিকে সড়ক ছাড়েন শ্রমিকরা।

এর আগে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসার প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেন তারা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক গত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দেই, দিচ্ছি করে দিন পার করছেন। তারা শ্রমিকদের দাবি মানছেন না। ফলে গত সপ্তাহ থেকে শুরু হয় শ্রমিক বিক্ষোভ।

বিষয়টি আমলে নিয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয়। পরে শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তারপরও কারখানা কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। এ অবস্থায় গত শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে ওই সড়ক দিয়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ভয়াবহ দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.