পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সহযোগী কোম্পানিতে আরও টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ধাপে বার্জার পেইন্টস ওই কোম্পানিতে ২ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করবে।
রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সহযোগী কোম্পানিতে নতুন করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, বার্জার পেইন্টসের আলোচিত সহযোগী কোম্পানির নাম বার্জার টেক কনসালটিং লিমিটেড। কোম্পানিটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই কোম্পানির আরও ২২ লাখ ৫০ হাজার শেয়ার কিনবে বার্জার পেইন্টস।
বার্জার টেক কনসালটিং লিমিটেড তথ্য প্রযুক্তি সংক্রান্ত নানা সেবা দিয়ে থাকে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.