সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের অংশগ্রহণে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) ব্যাংকটির এভিপি প্রধান সামিয়া তাহসিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও এসএএমডির প্রধান মুহাম্মদ মিজানুল কবির, ইভিপি ও চট্টগ্রাম জোনাল প্রধান সৈয়দ মো: সোহেল এবং ইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক সালেহ উদ্দীন কুতুবী। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফোরকানুল্লাহ চলমান পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ, শ্রেণিকৃত ও অবলোপনকৃত বিনিয়োগ থেকে আদায়ের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.