টসে জিতেছে বাংলাদেশ, জাকেরের অভিষেক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে। শারজাহতে আজ দ্বিতীয় ম্যাচে হারলেই সিরিজ শেষ বাংলাদেশের, জিতলে ফিরবে সমতায়।

এমন সমীকরণ মাথায় নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের আগেই বাংলাদেশ দুঃসংবাদ পেয়েছে। আঙুলের চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার বদলে এই ম্যাচে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের।

এর আগে টি-টোয়েন্টি ও টেস্ট খেললেও তাকে ওয়ানডেতে দেখা যায়নি। এবার সেই অপেক্ষা শেষ হচ্ছে উইকেটরক্ষক এই ব্যাটারের। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আফগানিস্তানের স্পিনারদের মোকাবেলা করা। প্রথম ওয়ানডেতে মোহাম্মদ গাজানফার একাই নিয়েছিলেন ৬ উইকেট। রশিদ খান দুটি ও মোহাম্মদ নবিও নিয়েছিলেন একটি উইকেট।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.