গাজায় ইসরাইলের আরও ২ মারকাভা ট্যাংক ধ্বংস

ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সফল অভিযান চালিয়ে ইসরাইলের দুটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে।

ফিলিস্তিনের একটি গণমাধ্যম জানিয়েছে, জিহাদ আন্দোলনের সারাইয়া আল-কুদস সামরিক শাখার যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে সাকিব বোমা দিয়ে একটি ট্যাংক ধ্বংস করে।

এদিকে, হামাসের শহীদ ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা গাজা শহরের উত্তর পশ্চিমে আল-খাজানদার এলাকায় দখলদার বাহিনীর একটি মারকাভা ট্যাংক ধ্বংস করে। কাসসাম ব্রিগেড আরো ঘোষণা করেছে যে, তারা গাজা শহরের সুজাইয়া এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের একটি অবস্থানে যৌথ অভিযান চালিয়েছে।

সারাইয়া আল-কুদস ব্যাটালিয়ানও একই ধরনের একটি অভিযান চালিয়েছে বলে জানিয়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.