মেরিন ও অফশোর শিল্পে বি‌নিয়োগের আহ্বান

বাংলাদেশের মেরিন ও অফশোর শি‌ল্প খাতে অপার সম্ভাবনা রয়েছে। তাই এই খাতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বৃহস্প‌তিবার (৭ ন‌ভেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো- (বিমক্স ২০২৪)’ উদ্বোধনকা‌লে তি‌নি এ আহ্বান জানান।

এম সাখাওয়াত বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে নদীমাতৃক দেশ; আমাদের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষ নদী ও সমুদ্রের সঙ্গে সংযুক্ত। এখানে প্রচুর সমুদ্র সম্পদ ও বিশাল শ্রমশক্তি রয়েছে। এখানে যারা বিনিয়োগ করবে তারাই সফল হবে।

নৌ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কাজের দিক দিয়ে খুবই স্বচ্ছ। এখন সব ধরনের সুযোগ সুবিধা উন্মুক্ত। তাই দেশি-বিদেশি উদ্যোক্তাদের বলবো এখনই সময়, এই খাতে বিনিয়োগ করেন। যারা এখানে বিনিয়োগ করতে আসবে তাদের সব ধরনের সহযোগিতা করব।

ষষ্ঠবারের মতো আয়ো‌জিত এ প্রদর্শনীতে জাহাজ নির্মাণ শিল্প, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, অফশোর ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড টেকনোলজি, শিপ রিসাইকেলিং, শিপ-ব্রেকিং ইকুইপমেন্ট, ফিশিং ভেসেলস ফিশারি এবং প্রসেস অটোমেশ, বন্দর ও এর সম্পর্কিত বিভিন্ন লজিস্টিক ও টেকনোলজি তু‌লে ধরা হ‌য়ে‌ছে। প্রদর্শনীর আয়োজন করেছে বেসরকা‌রি প্রতিষ্ঠান সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.