প্রাইম ব্যাংককের কার্ডহোল্ডারদের ডিসকাউন্ট দিবে চালডাল.কম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি’র কার্ডহোল্ডারদের বিশেষ ডিসকাউন্ট দিবে চালডাল.কম। আজ প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে এ সংক্রান্ত একটি চুক্তি করেছে দেশের বৃহত্তম গ্রোসারি ই-কমার্স প্ল‌্যাটফর্ম চালডাল.কম.। রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানদুটি এ চুক্তি করে।

বুধবার (নভেম্বর ০৬) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা চালডাল.কম থেকে (মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট উভয় ক্ষেত্রে) যে কোনও কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট পাবেন। প্রতিযোগীতামূলক দাম ও সুবিধা নিশ্চিতের মাধ‌্যমে গ্রাহকদের সব ধরনের গ্রোসারি ও গৃহস্থালী পণ‌্য ক্রয়ে নিরবিচ্ছিন্ন শপিং অভিজ্ঞতা প্রদান করতেই এই অংশীদারিত্ব করা হয়েছে।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং চালডাল. কমের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ কাস্টমার প্রোপসিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং চালডাল.কমের উপ-পরিচালক মো. শাহরিয়ার রুবায়েত সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.