সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে লাইসেন্স করা একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। যদিও ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক আছেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১৮৮টি মামলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, তেজগাঁও থানা পুলিশের একটি দল রাজধানীর মণিপুর এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করেছে।

গতকাল আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এর আগে গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.