পুলিশকে এসিড নিক্ষেপ: যৌথ বাহিনীর অভিযানে আটক ৮০

ইসকন নিয়ে পোস্ট শেয়ার

ফেসবুকে হিন্দুদের ধর্মীয় সংগঠন ইসকনকে নিয়ে একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন হাজারিগলিতে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর এসিড নিক্ষেপ, ইটপাটকেল নিক্ষেপসহ হামলার ঘটনা ঘটে। এতে সাত জন পুলিশ সদস্য আহত হন। পরে যৌথবাহিনীর অভিযানে প্রায় ৮০ জনকে আটক করা হয়। আটকদের যাচাই-বাচাই করা হচ্ছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে নগরীর হাজারিগলির মিয়া শপিং সেন্টার মার্কেট ঘিরে ওই ঘটনার পর সেখানে অভিযানে নামে যৌথ বাহিনী। মধ্যরাত পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানের পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, হাজারিগলি মিয়া শপিং সেন্টার নামের একটি মার্কেটের এক দোকানের মালিক ওসমান মোল্লা ফেসবুকে হিন্দুদের ধর্মীয় একটি সংগঠন ইসকনকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেটা নিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধরা দল বেঁধে গিয়ে মার্কেটের সামনে জড়ো হন। তারা দোকানে গিয়ে হামলা চালান। দোকান মালিক ওসমান মোল্লাকে জিম্মি করে রাখেন। খবর পেয়ে পুলিশ হাজারিগলিতে ওসমানকে উদ্ধারে অভিযানে গেলে সনাতনী সম্প্রদায়ের লোকজন পুলিশকে লক্ষ্য করে এসিড, ইটপাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। হামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মাহফুজুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে একজন সামান্য অ্যাসিড দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে যৌথ বাহিনীর অভিযানে ৮০ জনকে আটক করা হয়েছে। আটকদের বিষয়ে যাচাই-বাচাই করা হচ্ছে। এর মধ্যে যারা নির্দোষ তাদের ছেড়ে দিয়ে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.