২০ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদ দিয়ে সাগরে মাছ ধরতে গেলে ১৩টি নৌকা ও ২টি ইঞ্জিনচালিত বোটসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। তাৎক্ষণিকভাবে বাংলাদেশি জেলেদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুস সালাম বলেন, মঙ্গলবার (৫ নভেম্বর) টেকনাফ, কুতুপালং ও শাহপরীর দ্বীপের ২০ বাংলাদেশি জেলে মাছ ধরার জন্য নাফ নদ দিয়ে সাগরে যাচ্ছিলেন। এ সময় তারা ভুলবশত এ পারের সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদ পার হচ্ছিলেন। তখন শাহপরীর দ্বীপের ওপারের মিয়ানমারের সীমান্ত থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ সশস্ত্র অবস্থায় আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.