ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং আমেরিকান ইন্টারন্যাশনা ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও চার্টার্ড সেক্রেটারী পেশার উন্নয়ন ও বিকাশে ‘আইসিএসবির সাথে আপনার সম্ভাবনা খুলুন: একটি পেশাদারিত্বের শ্রেষ্ঠ যাত্রা’ (“Unlocking your potential with ICSB: A journey professional excellence”) শীর্ষক একটি ক্যারিয়ার সেশনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সোমবার (৪ নভেম্বর) এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) আইসিএসবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং আইসিএসবির এডুকেশন কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মাদ রুবাইয়াত কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক কল্যাণের জন্য সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের একাডেমিক ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি, জ্ঞন ও সাম্প্রতিক তথ্যের বিনিময় গবেষণা কার্যক্রম, কারিকুলামের উন্নয়ন প্রশিক্ষণ ও সেমিনার আয়োজেনসহ সার্বিক উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। যা নির্দিষ্ট শর্তাবলীর অধীনে পরিচালিত হবে।
আইসিএসবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট এ কে. এম মুশফিকুর রহমান । অন্যানাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কাউন্সিল সদস্য মো. আজিজুর রহমান জনাব ওনি কামাল , মো শরিফ হাসান, কাউন্সিল সদস্য ও পরীক্ষার কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, জনাব ফারুক আহমেদ পাটোয়ারী, আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) মো শামিবুর রহমান, পরিচালক (শিক্ষা) আন্দালীব আমীন এবং অতিরিক্ত পরিচালক (শিক্ষা) মেহেদী হাসান।
অপরদিকে এআইয়ারর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য মো. আব্দুর রহমান, স্নাতকোত্তর প্রোগ্রামের পরিচালক ও মোহাম্মদ ফরিদুল আলম, হিসাববিজ্ঞান বিভাগের প্রথন অধ্যাপক ড. কামরুল হাসান, মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক পার্থ প্রসাদ চৌধুরী, ব্যবস্থাপনা বিভাসের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আফতাব আনোয়ার, ওএসসি.এম বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো অমাজিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক এম. এস বোহী শাহজাহান এবং সহকারী অধ্যাপক ও পরিচালক আর তারেক মওদুদ।
ভাইস প্রেসিডেন্ট এ কে. এম. মুশফিকুর রহমান আইসিএসবির সকল প্রতিনিধিকে এআইইউবির উপাচার্য মহোদয়ের সাথে পরিচয় করিয়ে দেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার সম্ভাবনা এবং আইসিএসবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। উভয় পক্ষই সম্পদ উন্নয়ন ও বিনিময় কর্মশালা, সেমিনার সম্মেলন এবং অন্যান্য তথ্য ও জ্ঞান বিনিময়মূলক কার্যক্রমে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে উভয় পক্ষ একে অপরের সাথে স্মারক উপহার বিনিময় করেন।
পরবর্তীতে এআহহাবর মিডিয়া স্টুডিও অডিটরিয়ামে চারির্ড সেক্রেটারি পেশার উপর‘আইসিএসবির সাথে আপনার সম্ভাবনা খুলুন: একটি পেশাদারিত্বের শ্রেষ্ঠ যাত্রা’ (“Unlocking your potential with ICSB A journey to professional excellence’) শীর্ষক ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হাই যেখানে আইসিএসবির এডুকেশন কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত মুল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যাক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশ্নোত্তর পর্ব ছিল প্রাণবন্ত এবং স্বতঃস্ফুর্ত। শিক্ষার্থীর আয়াস.এসরি আয়োজিত কুইজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইসিএমারের সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বিয়েয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আইসিএসবির প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি তাদের আন্তরিক আগ্রহ ও উদ্দীপনার জন্য ধন্যরাণ ছোনানো হয়।
অর্থসূচক/এএকে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.