গোড়া থেকেই এবার নাটকীয় মোড় নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। একাধিক মামলায় জর্জরিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়েও বহু নাটক হয়েছে। প্রাথমিকভাবে তিনিই এবার রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছিলেন। জনমত সমীক্ষায় ক্রমশ পিছিয়ে পড়ছিলেন তিনি। এই পরিস্থিতিতে আচমকাই ডেমোক্র্যাট নেতৃত্ব তার জায়গায় প্রার্থী হিসেবে সামনে নিয়ে আসেন কমলা হ্যারিসের নাম। কার্যত প্রচারের মধ্য পর্ব থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আসরে নামেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তিনি প্রচারে নামার পর ট্রাম্পের দিক থেকে হাওয়া অনেকটাই ঘুরে যায়।
এদিকে শিল্পপতি ইলন মাস্ক এবার সরাসরি সমর্থন করছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে। মাস্ক সাবেক টুইটার, বর্তমান এক্স হ্যান্ডেলের মালিক। সম্প্রতি একটি রিপোর্টে দেখা যাচ্ছে, গত কিছুদিনে মাস্কের একাধিক এক্স পোস্ট অসত্য বলে প্রমাণিত হয়েছে ফ্যাক্ট চেকে। কিন্তু ইতিমধ্যেই এই মন্তব্যগুলি দুই বিলিয়ন ভিউ পেয়ে গেছে।
মাস্কের অন্তত ৮৭টি পোস্ট ভুল বা অসত্য বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে অন্যতম তার অভিবাসীদের নিয়ে করা মন্তব্য। মাস্কের দাবি ছিল, সুইং স্টেটগুলিতে গত চার বছরে অভিবাসীর সংখ্যা অন্তত তিনগুণ বৃদ্ধি পেয়েছে। যা সম্পূর্ণ অসত্য।
বস্তুত, ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন জানানোর পর মাস্কের সার্বিক রাজনৈতিক পোস্ট ১৭ দশমিক এক বিলিয়ন ভিউ পেয়েছে। চলতি রাজনৈতিক পটভূমিতে যা কার্যত একটি রেকর্ড।
বুধবার থেকেই ক্রমশ স্পষ্ট হবে, শেষ পর্যন্ত কে হতে চলেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জয়ী হলে দ্বিতীয়বারের জন্য তিনি প্রেসিডেন্টের আসনে বসবেন। অন্যদিকে হ্যারিস জিতলে অ্যামেরিকার ইতিহাসে তিনি হবেন প্রথম নারী প্রেসিডেন্ট। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.