ময়মনসিংহের রহমনপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই হিমেল (৩০) নামের একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় সিএনজি পাম্পে এলপিজি গ্যাসবাহী গাড়ি থেকে গ্যাস নামানোর সময় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত হিমেল ঘটনার সময় প্রাইভেটকারে ছিলেন, দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
এই আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অর্থসূচক/ এইচএআই
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.