সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি পাপনের পিএসসহ গ্রেফতার ২

সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী, বিসিবির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য নাজমুল হোসেন পাপনের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা র‌্যাব-১ সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক ক্রীড়ামন্ত্রীর পিএস সাখাওয়াত হোসেন মোল্লা (৫২) ও ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান (৫২)।

র‌্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই দুপুর ২টা ও বিকেল ৪টার দিকে ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মামুন মিয়া, রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় গত ২৭ আগস্ট দুটি ও ৭ সেপ্টেম্বর একটিসহ পৃথক তিনটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তিরা এসব মামলার আসামি। গ্রেপ্তারের পর সাখাওয়াত হোসেন ও আব্দুল হেকিমকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

মামলা রুজু হওয়ার পরে আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক থাকে। তাদের গ্রেফতার করতে র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে দ্রুত কার্যক্রম শুরু করে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.