এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র (এমটিবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সিলেট অঞ্চলে চা-বাগানে কর্মরত প্রান্তিক সম্প্রদায়ভুক্ত শ্রমিকদের মেয়ে সন্তানদের “স্বপ্ন সারথি” সাইকেল বিতরণ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, এমটিবি সিলেট বিভাগের আঞ্চলিক প্রধান বদরুল হক এবং এমটিবি সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপক- রুমান পারভেজ, ইকবাল হোসেন খান ও চৌধুরী আহমেদ ফারুক।
শিক্ষাক্ষেত্রে ব্যাংকের প্রতিশ্রুতির অংশ হিসেবে, ২০১৫ সালে “স্বপ্ন সারথি” উদ্যোগটি চালু করা হয়। এই উদ্যোগের লক্ষ্য গ্রামীণ দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের, বিশেষত মেয়েদের, শিক্ষার পথে সহযোগিতা করা।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.