বিগত সময়ে বিভিন্নভাবে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, পাঁচার হওয়া অর্থ ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দক্ষতার অভাব রয়েছে। এজন্য আন্তর্জাতিক মহলের সাহায্য নেওয়া হবে।
তিনি বলেন, দেশ থেকে ফেরত আনতে অগ্রাধিকার দিয়ে কোন কাজগুলো করতে হবে, তা নির্দিষ্ট করার ক্ষেত্রে আমাদের দক্ষতার অভাব রয়েছে। এজন্যই আমরা বার বার আন্তর্জাতিক সহযোগীতার কথা বলছি।
এছাড়াও তিনি বলেন, পাঁচার হওয়া অর্থ ফেরাতে যা যা করা দরকার, সবকিছু করতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আইএমএফ এবং বিশ্বব্যাংক’সহ বেশ কিছু আন্তর্জাতিক মহল পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কারিগরি সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন সফর করেছেন গভর্নর। এসময় শুধু পাঁচার হওয়া অর্থ ফেরত আনার জন্য আন্তর্জাতিক মহলের সঙ্গে ৫টি বৈঠক করেছেন গভর্নর।
অপরদিকে ফেডারেল রিজার্ভের সঙ্গেও গভর্নরের বৈঠক হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি নিরাপত্তার ক্ষেত্রে ফেড টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন।
অর্থসূচক/এমএইচ/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.