ইসরাইলকে জবাব দিতে দ্বিধা বা তাড়াহুড়ো করবে না ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তাঁর দেশের ওপর ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দখলদার শক্তিকে ওই আগ্রাসনের জবাব দিতে ইরান যেমন দ্বিধা বোধ করবে না তেমনি তাড়াহুড়োও করবে না।

তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের পাশাপাশি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর আবাসিক প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান।

পশ্চিম এশিয়া অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে আরাকচি বলেন, আমরা এর আগেও ঘোষণা করেছি, এ ধরনের সুস্পষ্ট আগ্রাসনের জবাব দেয়ার আইনগত অধিকার ইরানের রয়েছে। আর ইরানের শক্তি, সংকল্প ও দক্ষতার ব্যাপারে ইসরাইল যে ভুল হিসাব-নিকাশ করেছে তার পরিণতি তাকেই ভোগ করতে হবে। তবে এ কাজে ইরান ইতস্তত কিংবা তাড়াহুড়ো করবে না।

ইরান ইসরাইলি আগ্রাসন সফলভাবে ব্যর্থ করে দিয়েছে জানিয়ে তিনি বলেন, দখলদার ইসরাইল তার বিদ্বেষী লক্ষ্যগুলো চরিতার্থ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসরাইল ও তার দোসররা এই সুস্পষ্ট আগ্রাসনের রাজনৈতিক ও আইনি দায়িত্ব এড়াতে পারবে না বরং তাদেরকে অবশ্যই জবাবদিহী করতে হবে। বিশ্বের যেসব শান্তিকামী দেশ পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে আরাকচি সেসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানান। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.