ইসরাইলের আরও এক সেনা নিহত, উপ-প্রধানের পদত্যাগ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে মারাত্মক আহত হওয়া ইসরাইলের আরও এক সেনা কর্মকর্তা মারা গেছেন। উত্তর গজায় প্রচণ্ড সংঘর্ষের সময় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় আহত হয়েছিলেন এই সেনা কর্মকর্তা।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, নিহত সেনার নাম মেজর গুই ইয়াকোভ নেযরি। তিনি ইসরাইলের ৪০১তম আরমার্ড ব্রিগেডের একটি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ছিলেন। গত ১৯ অক্টোবর উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে প্রচণ্ড সংঘর্ষের সময় আহত হন তিনি।

ইসরাইলের হিসাব মতে, গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত ৩৬৩ জন সেনা নিহত হয়েছে। ১৯ অক্টোবর যখন মেজর নেযরি আহত হন, সেই সংঘর্ষে ইসরাইলের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন।

এদিকে, হামাসের সাথে ইসরাইলের বন্দী বিনিময় বিষয়ক আলোচনা অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে ইসরাইলি আলোচক দলের উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অরেন সেত্তের পদত্যাগ করেছেন। তার পদত্যাগের খবর প্রথমে ইসরাইলের কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছিল এবং পরে দেশটির সেনা বাহিনী তা নিশ্চিত করে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.