দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (২৯ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার মতিন স্পিনিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৯ টাকা ৩০ পয়সা বা ২৩ দশমিক ৭২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডিকম অনলাইনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৬০ পয়সা বা ১৯ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। আর ৭ টাকা ৭০ পয়সা বা ১০ দশমিক ৭৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।
মঙ্গলবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এসিআই, মোজাফফর হোসেন, বিএসসি, ইস্টার্ন হাউজিং, পেপার প্রসেসিং, বিডি অটোকারস এবং জেমিনি সি ফুড।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.