ইসরাইলি হামলায় ইরানে নিহত আরও ১

ইরানের রাজধানী তেহরানে ইসরাইলের হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার ভোরে ইসরাইলের আকাশপথের আগ্রাসনে আল্লাহওয়ার্দি রহিমপুর নামে এক ব্যক্তি শহীদ হন।

তার এই মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে ইসরাইলি আগ্রাসনে ইরানে নিহতের সংখ্যা পাঁচ জনে দাড়ালো। এর আগে ইরানের সামরিক বাহিনীর ৪ সদস্যের নিহতের তথ্য পাওয়া গিয়েছিল। যে চার সেনা নিহত হয়েছেন তার মধ্যে একজন তেহরানের বাসিন্দা ছিলেন।

গতকাল রোববার আল্লাহওয়ার্দি রহিমপুরকে পশ্চিম লোরেস্তান প্রদেশের বরুজার্দ শহরে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে স্থানীয় জনগণ এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইসরাইলের এই আগ্রাসনের পর ইরানের কর্মকর্তারা বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে জবাব দেয়ার অধিকার রাখে ইরান। অনেকে ধারণা করছেন, মৃতের সংখ্যার বেড়ে যাওয়ার কারণে ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার আশংকা জোরদার হচ্ছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.