চোর ধরিয়ে দিন

পারটেক্স কেবলসের মিরপুর এবং কালসী এসডিপিতে বিগত কয়েকদিনের মধ্যে পরপর দুইটি দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

৫-৭ জনের চোর চক্র একটি পিকআপ ভ্যান (গাড়ি নংঃ ঢাকা মেট্রো ম-২৩২৪৭২) নিয়ে এই চুরি করে। দুইটি শোরুমে একই চোরচক্র অংশ নিয়েছে।

চোর সংক্রান্ত কোন তথ্য পেলে ০১৭০৮৮০৮২৭৪ নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগকারী ব্যক্তির নাম-পরিচয় গোপন রাখা হবে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.