পুঁজিবাজারে বিভিন্ন খাতে প্রায় দুই ডজন কোম্পানি রোববার (২৭ অক্টোবর) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভায় গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনআ ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ১৫টি কোম্পানির লভ্যাংশ তথ্য জানা সম্ভব হয়েছে। পাঠকদের সুবিধার্থে নিচে সংক্ষেপে ঘোষিত লভ্যাংশ ও শেয়ার প্রতি আয়ের (ইপিএস) তথ্য প্রদান করা হল। পাশে বিস্তারিত লেখা লিংকে ক্লিক করে কোম্পানিগুলোর গত বছরের ইপিএস, এনএভিপিএস, এজিএমের তথ্য ও রেকর্ড তারিখ সম্পর্কে জানা যাবে।
| কোম্পানির নাম | ঘোষিত লভ্যাংশ | ইপিএস | নিউজ লিংক |
| এমজেএল বিডি | ৫২% নগদ | ৮.৭১ | এমজেএল বিডির লভ্যাংশ ঘোষণা |
| শাহজীবাজার পাওয়ারের | ১২% নগদ | ২.৩১ | শাহজীবাজার পাওয়ারের লভ্যাংশ ঘোষণা |
| টেকনো ড্রাগস | ১২% নগদ | ২.৯৪ | টেকনো ড্রাগসের লভ্যাংশ ঘোষণা |
| ডরিন পাওয়ার | ১০% নগদ | ১.৮১ | ডরিন পাওয়ারের লভ্যাংশ ঘোষণা |
| জাহিন স্পিনিং | ০% | (১.০৮) | জাহিন স্পিনিংয়ের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা |
| সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা | ৭% নগদ | ২.৩২ | সী পার্লের লভ্যাংশ ঘোষণা |
| কাসেম ইন্ডাস্ট্রিজ | ১.৫০% নগদ | ০.৪২ | কাসেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা |
| স্যালভো কেমিক্যাল | ২.৫০% নগদ | ১.৬৬ | স্যালভো কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা |
| একমি ল্যাবরেটরিজ | ৩৫% নগদ | ১১.৬১ | একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা |
| রংপুর ফাউন্ড্রি (আরএফএল) | ২৩% নগদ | ৩.৭৮ | আরএফএল’র লভ্যাংশ ঘোষণা |
| অলিম্পিক ইন্ডাস্ট্রিজ | ১০% নগদ | ৯.১৭ | অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা |
| এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি (প্রাণ) | ৩২% (নগদ) | ৫.৫১ | প্রাণের লভ্যাংশ ঘোষণা |
| ভিএফএস থ্রেড | ০% | ০.৩৩ | ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা |
| খুলনা পাওয়ার (কেপিসিএল) | ১০% নগদ | ০.১৫ | খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা |
| জেনেক্স ইনফোসিস | ৩% নগদ | ২.৬২ | জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা |



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.