এমন হারের ময়নাতদন্ত চান না রোহিত

ঘরের মাঠে টানা ১২ বছর পর টেস্ট সিরিজ হেরেছে ভারত। যা মানতে পারছে না দেশটির সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা। যেভাবে ভারতকে উড়িয়ে দিয়ে তাদেরই ঘরের মাঠে দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড, তাতে চারদিকে চলছে ভারতকে নিয়ে আলোচনা সমালোচনা। যদিও সেসবে কান নেই রোহিত শর্মার।

ভারতের অধিনায়ক বলেন, ‘আমরা প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করিনি। পিচ অতটাও খারাপ ছিল না। আমরা তাদের প্রথম ইনিংসের রানের কাছেও যেতে পারেনি। খেলা যত গড়িয়েছে পিচ ভিন্ন রকম আচরণ করতে শুরু করেছে। আমরা রান করতে চাইছিলাম। গিল-জয়সওয়াল পার্টনারশিপের পর আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আমরা চাপের মুখে সাড়া দিতে ব্যর্থ হয়েছি। আমার কারো সক্ষমতা নিয়ে সন্দেহ নেই। আমি খুব বেশি ময়নাতদন্তও করতে চাই না। ব্যাটারদের তাদের পরিকল্পনার ওপর আস্থা রাখতে হবে। নিউজিল্যান্ডের ব্যাটাররা আমাদের দেখিয়ে দিয়েছে যে আপনি নির্দিষ্ট একটা উপায়ে খেলতে থাকলে তা কাজে আসে। তারা আমাদের চেয়ে এগিয়ে ছিল এবং তাদের আত্মবিশ্বাসও আমাদের চেয়ে বেশি ছিল।’

এই সিরিজের আগে ঘরের মাঠে টানা ১৮টা টেস্ট সিরিজ জিতেছে ভারত। আর তাই এই হারের পরও আত্মবিশ্বাসে চিড় ধরেনি রোহিতের। একটানা সিরিজ জিততে জিততে হুট করে হেরে গেলে, তাতে অবাক হওয়ার কিছু দেখছেন না ভারতের অধিনায়ক।

রোহিত আরও বলেন, ‘শেষ দুইটা ম্যাচে সব খারাপ গেছে। এর আগে আমরা টানা ১৮ টা সিরিজ জিতেছি, সেখানে আমাদের অনেক কিছু ঠিকঠাক করতে হয়েছে। আমরা ভারতের অনেক চ্যালেঞ্জিং পিচে খেলেছি। এরকম হয়, যখন আপনি অনেক জিতবেন, হঠাত একটা সিরিজ আসবে যেখানে আপনি চাইলেও সব ঠিকমতো করতে পারবেন না।’

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটা ভারতের চতুর্থ পরাজয়। টানা দুই ম্যাচে হেরেও ৬২.৮২ শতাংশ জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে ভারত। আর তাদের ঘরের মাটিতে সিরিজ হারিয়ে চারে উঠে এসেছে নিউজিল্যান্ড।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.