হুয়াইহাই গ্রুপ ও ন্যামস মোটরসের ডিস্ট্রিবিউশনশীপ চুক্তি সই

চায়নার বিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান হুয়াইহাই গ্রুপ এবং ন্যামস মোটরস লিমিটেডের ডিস্ট্রিবিউশনশীপ চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চায়নার জিয়াংশু প্রভিনসের সুজু শহরে হুয়াইহাই গ্রুপের প্রধান কার্যালয়ে চুক্তিটি সই হয়।

ন্যামস মোটরস এখন থেকে বাংলাদেশের বাজারে একক ডিস্ট্রিবিউটর হিসাবে হুয়াইহাই গ্রুপের ইলেকট্রিক স্কুটার আমদানী এবং বাজারজাত করবে। আগামী বছরের জানুয়ারী নাগাদ উক্ত ইলেকট্রিক স্কুটারগুলি বাংলাদেশের বাজারে বাজারজাত শুরু হবে।

আশা করা যায়, এ ধরণের যানবাহন ব্যবহারের মাধ্যমে দেশের জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে।

উক্ত চুক্তি অনুষ্ঠানে ন্যামস মোটরসের পক্ষে মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান (অবঃ) এবং হুয়াইহাই গ্রুপের পক্ষে হুয়াইহাই’র প্রেসিডেন্ট মিস কেথেরিন স্বাক্ষর করেন। এছাড়া ন্যামস মোটরসের চিফ অপারেটিং অফিসার নুরউদ্দিন জাহাঙ্গীর সহ হুয়াইহাই গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.