স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে ডিবি।
এই তথ্য নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, মোস্তফা কামালকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনো ঠিক হয়নি বলে জানান ডিবি কর্মকর্তা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.