মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের প্রতিরোধে দ্বিতীয় দিন ৩ উইকেটে ১০১ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিন সকালের প্রথম ঘন্টায় যেন পুরো এলোমেলো হয়ে যায় স্বাগতিকরা। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়লেও মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি অনিকের জুটিতে লাঞ্চ বিরতিতে গিয়েছে বাংলাদেশ।
ব্যাট করতে নেমে নতুন দিনের সকালে বেশিক্ষণ টিকতে পারেননি জয়। পঞ্চম ওভারে কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বল দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ক্যাচ দেন তরুণ ওপেনার। ৫ চারে ৯২ বলে ৪০ রান করেন জয়। তার বিদায়ে ভাঙে ৪৬ রানের চতুর্থ উইকেট জুটি। একই ওভারে দুই সেট ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান রাবাদা। ফুল লেংথ ডেলিভারি ভুল লাইনে খেলে বোল্ড হন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়বারও তাকে ফেরান রাবাদা। ৩ চারে ৩৯ বলে ৩৩ রান করেন মুশফিক।
এরপর ক্রিজে এসে বেশীক্ষন টিকতে পারেননি লিটন দাসও। কেশাভ মহারাজের স্টাম্পে পিচ করে টার্নে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু হন ব্যর্থ। ব্যাটের ওপরের অংশ ছুঁয়ে বল জমা পড়ে কাইল ভেরেইনার গ্লাভসে। জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। মহারাজের আত্মবিশ্বাস দেখে শেষ মুহূর্তে রিভিউ নেন এইডেন মার্করাম। রিপ্লে দেখে ব্যাটে কানায় ছুঁয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হন থার্ড আম্পায়ার। বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। ১৫ বলে ৭ রান করে ফেরেন লিটন।
দ্রুত ৩ উইকেট হারালেও প্রথম ঘন্টার ধাক্কা সামাল দেয়ার চেষ্টায় লড়তে থাকেন জাকের আলি ও মিরাজ। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। তা ছাড়া হাফ সেঞ্চুরির পথে হাঁটছেন মিরাজ।
প্রোটিয়া বোলারদের দেখে শুনে খেলে দলকে ২০০’র পথেও নিয়ে যাচ্ছেন মিরাজ। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন জাকের। এর মাঝেই ৯৪ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন মিরাজ। মধ্যাহ্নভোজ বিরতির পর লিডের দেখা পায় বাংলাদেশ। তখনও স্বাচ্ছন্দ্যে ব্যাট চালান মিরাজ এবং জাকের। এবার হাফ সেঞ্চুরির দেখা পান জাকের। ১০২ বলে অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। মিরাজের সঙ্গে তার ১৩৮ রানের জুটি ভাঙেন কেশভ মহারাজ।
হাফ সেঞ্চুরির একটু পরই মহারাজের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন জাকের। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। মহারাজের লেংথ ডেলিভারিটি জাকেরের লেগ স্টাম্প তাক করে প্যাডে আঘাত করে। ফেরার আগে ১১১ বলে ৫৮ রান করেন জাকের। ২৫০ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.