পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে কোম্পানিটির শ্রমিকেরা। মঙ্গলবার (২২ অক্টোবর) আশুলিয়ার বাইপাইল মোড়ে দ্বিতীয় দিনের মতো নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।
কোম্পানিটির শ্রমিকেরা জানিয়েছেন, এক মাসের বেতন-ভাতা বকেয়া রেখে দুই মাস আগে কারখানাটি বন্ধ ঘোষণা করে, টানা তিন মাস বেতন-ভাতা না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন তাঁরা। বেতন পরিশোধের জন্য তাদের ছয়বার সময় দিয়েছে কোম্পানিটি। কিন্তু, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়, সচিবালয় সব জায়গায় ঘুরেও কোন কাজ হচ্ছেনা। মালিকপক্ষ বলেছিল ১৭ অক্টোবর নাহলে ২০ অক্টোবর লাঞ্চের পরে বেতন দেওয়া হবে। কিন্তু বেতন দেয়নি। এরপরও সবার সঙ্গে যোগাযোগ করে কোনো ফল পাননি তাঁরা। অবশেষে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেন কোম্পানিটির শ্রমিকেরা।
এ বিষয়ে কথা বলতে কোম্পানি সচিবের মুঠোফোনে কল করা হলে তাঁর নাম্বারটি বন্ধ পাওয়া যায়। কোম্পানির ল্যান্ড ফোন নাম্বারগুলোতে কল করেও কোন সারা পাওয়া যায়নি।
জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে শ্রমিকেরা আশুলিয়ার বাইপাইল এলাকায় জড়ো হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাতেও শ্রমিকেরা রাস্তায় ছিলেন। আজ সকালে আরও অনেক শ্রমিক আন্দোলনে যোগ দেন। এ প্রতিবেদন লেখার সময় দুপুর আড়াইটার দিকে শ্রমিকদের অবরোধ কর্মসূচি চলছে।
আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম জানিয়েছেন, জেনারেশন নেক্সটের শ্রমিকেরা গতকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দুজনেই বর্তমানে পলাতক রয়েছেন। কারখানাটির অন্য পরিচালক যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে বকেয়া বেতন পরিশোধের চেষ্টা চালানো হচ্ছে।
বিষয়টি বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলেও জানায় পুলিশ।
গতকাল থেকে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। হাইওয়ে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা সড়ক ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.