সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হয়েছে। এই টেস্ট ম্যাচটি নানা কারণেই আলোচিত। সবচেয়ে বেশি আলোচিত কারণ এই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল সাকিব আল হাসানের।
অবশ্য নানা বিতর্ক ও বিক্ষোভের মাঝে সাকিবকে বাদ দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের বদলি হিসেবে ডাকা হয়েছে হাসান মুরাদকে। তবে অভিষেকের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে। তবে এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। তার মাথায় অভিষেক ক্যাপ পড়িয়ে দিয়েছেন মুশফিকুর রহিম।
এরই মধ্যে টসে জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। অবশ্য ব্যাটিং করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইয়ান মুল্ডারের বলে আউট কোনো রান না করেই আউট হয়েছেন সাদমান ইসলাম। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
ফলে দলীয় ৬ রানেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় ১২ রানে ফিরে যান মুমিনুল হক। বাংলাদেশের এই ব্যাটার মাত্র ৪ রান করে সেই মুল্ডারের বলেই কাইল ভেরেইনের হাতে ক্যাচ দিয়া আউট হয়েছেন।
সাদমান ইসলাম ও মুমিনুল হকের পর ফিরে গেলেন অধিনায়ক নাজমুল হোসেনও। ২১ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তিনটি উইকেটই নিয়েছেন পেসার উইয়ান মুল্ডার। নাজমুলের বিদায়ের পর উইকেটে এসেছেন মুশফিকুর রহিম।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.