পুঁজিবাজারের তালিকাভুক্ত ৭ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ সোমবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর তৃতীয় প্রান্তিক এবং সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ, লাফার্জ হোলসিম বাংলাদেশ, আরএন স্পিনিং এবং জেএমআই সিরিঞ্জ।
এদিন কোম্পানিগুলোর মাঝে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ এবং লাফার্জ হোলসিম বাংলাদেশের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
অন্যদিকে, আরএন স্পিনিং এবং জেএমআই সিরিঞ্জ ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.