সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। এই টেস্ট ম্যাচটি নানা কারণেই আলোচিত। সবচেয়ে বেশি আলোচিত কারণ এই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল সাকিব আল হাসানের।
অবশ্য নানা বিতর্ক ও বিক্ষোভের মাঝে সাকিবকে বাদ দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের বদলি হিসেবে ডাকা হয়েছে হাসান মুরাদকে। যদিও অভিষেকের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে। তবে এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের।
তার মাথায় অভিষেক ক্যাপ পড়িয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। এদিকে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ের ইতিহাস থেকে প্রেরণার খোঁজার সুযোগ নেই বাংলাদেশ দলের। এর পেছনে কারণও আছে। দুই দলের ১৪ লড়াইয়ের ১২টিই হেরেছে বাংলাদেশ। আর বৃষ্টির কারণে দুটি ম্যাচ হয়েছে ড্র।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.